ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর পদক্ষেপে বিস্মিত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২২ জুলাই ২০২৫   আপডেট: ০৯:০৩, ২২ জুলাই ২০২৫
নেতানিয়াহুর পদক্ষেপে বিস্মিত ট্রাম্প

গত সপ্তাহে গাজা এবং সিরিয়ায় ইসরায়েলি হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্মিত হয়েছিলেন এবং উভয় ক্ষেত্রেই বিষয়টি ‘সংশোধন’ করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন তিনি। মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক চার্চে হামলার পর ট্রাম্প তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি নেতানিয়াহুকে ফোন করে তার অসন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি নেতাকে হামলাটিকে ভুল বলে একটি বিবৃতি দিতে বলেন।

গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ট্রাম্প একইভাবে অবাক হয়েছিলেন। কারণ ইসরায়েল এমন সময়ে সিরিয়ায় হামলা চালিয়েছে যখন তার প্রশাসন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের জন্য কাজ করছে।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বিবি নেতানিয়াহুর সাথে ভালো কাজের সম্পর্ক উপভোগ করেন এবং তার সাথে ঘন ঘন যোগাযোগ রাখেন। সিরিয়ায় বোমা হামলা এবং গাজার একটি ক্যাথলিক চার্চে বোমা হামলার কারণে তিনি বিস্মিত হয়েছিলেন। উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট দ্রুত পরিস্থিতি সংশোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন।”

লিভিট সিরিয়ায় উত্তেজনা প্রশমনের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রচেষ্টার দিকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করেছেন ট্রাম্প। এছাড়া দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা-এর প্রতি তার সমর্থন জানিয়েছেন

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়