গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যসহ ২৭ দেশের আহ্বান
দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার এই বিবৃতিটি এসেছে।
ইসরায়েলি মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে বলেছে, যুদ্ধ ‘এখনই শেষ হওয়া উচিত।’
স্বাক্ষরকারীরা বলেছেন, “গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন গভীরতায় পৌঁছেছে।” তারা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দিদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা গাজায় ত্রাণের স্বল্প প্রবেশ এবং শিশু ও ত্রাণ সংগ্রহকারীসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানিয়েছেন।
চলতি সপ্তাহে জাতিসংঘে ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাস থেকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৮৭৫ জন নিহত হয়েছে।
বিবৃতিতে দেশগুলো বলেছে, “ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ মডেল বিপজ্জনক, অস্থিতিশীলতাকে ইন্ধন জোগায় এবং গাজাবাসীদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করে। ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।”
নতুন যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো এই অঞ্চলে শান্তির রাজনৈতিক পথকে সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত।
ঢাকা/শাহেদ