ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্প-পুতিন বৈঠক ফলপ্রসূ দাবি, অর্জন নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১২:২৭, ১৬ আগস্ট ২০২৫
ট্রাম্প-পুতিন বৈঠক ফলপ্রসূ দাবি, অর্জন নিয়ে প্রশ্ন

আলাস্কায় প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বহুল আলোচিত আলাস্কা বৈঠকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে না পারলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহের কথা জানালেও সংঘাতের ‘মূল কারণ’ নিরসনের কথা বলেছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রায় ৩ ঘণ্টা ধরে এ বৈঠক হয়। খবর বিবিসির। 

আরো পড়ুন:

বৈঠক শেষে ট্রাম্প-পুতিন যৌথ সংবাদ সম্মেলনে আসেন। ট্রাম্প বলেন, “ভালো বৈঠক হয়েছে, তবে লক্ষ্য পূরণে এখনো অনেকটা পথ বাকি। পরবর্তীতে অগ্রগতির ভালো সুযোগ আছে।”

বৈঠকের মূল্যায়ন করতে বললে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার ট্রাম্প বলেন, “১০–এ ১০।” তিনি বলেন, “আলোচনায় আমাদের মধ্যে দারুণ মিল ছিল।”

যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ চান। তবে তার ভাষায়, “স্থায়ী শান্তি আনতে হলে সংঘাতের মূল কারণগুলোও সমাধান করতে হবে।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেওয়া হয়নি।

বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। ট্রাম্প জানিয়েছেন, বৈঠক শেষে তিনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বৈঠক থেকে প্রত্যাশিত কোনো ঘোষণা আসেনি। এতে সাময়িক স্বস্তি পেলেও কিয়েভে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ পুতিন ‘সংঘাতের মূল কারণ’ নিরসনের কথা বলেছেন, যা ইউক্রেনের স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনীয়দের মতে, আলাস্কা বৈঠকও পুতিনকে মন পরিবর্তনে ব্যর্থ হয়েছে।

বৈঠক শেষে প্রথমে পুতিন ও কিছুক্ষণ পর ট্রাম্প নিজ নিজ উড়োজাহাজে ওঠেন। উভয়েই আলাস্কা ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন। যদিও বৈঠককে দুই নেতা ‘ফলপ্রসূ’ বলেছেন, তবুও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। তবে পুতিন ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী বৈঠক মস্কোয় হতে পারে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়