বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে বিভ্রাট
ছবি: রয়টার্স থেকে নেওয়া
অ্যামাজনের ক্লাউড সার্ভিস ইউনিটে (এডব্লিউএস) সোমবার (২০ অক্টোবর) বিভ্রাট দেখা দিয়েছে।
সোমবার রয়টার্সের খবরে বলা হয়, এডব্লিউএস বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে অনেক কোম্পানির সংযোগ সমস্যা দেখা দেয়। ফোর্টনাইট ও স্ন্যাপচ্যাটসহ বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপের পরিষেবা ব্যাহত হচ্ছে।
এডব্লিউএস এক আপডেটে বলেছে, “আমরা ইউএস-ইস্ট-১ অঞ্চলে একাধিক এডব্লিউএস পরিষেবায় ত্রুটির হার এবং বিলম্ব বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করছি।”
এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এবং ট্রেডিং অ্যাপ রবিনহুড এই বিভ্রাটের জন্য এডব্লিউএসকে দায়ী করেছে।
এডব্লিউএস বিভিন্ন কোম্পানি, সরকার এবং ব্যক্তিদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং পাওয়ার, ডেটা স্টোরেজ এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা দেয়।
এর সার্ভারে বিঘ্ন ঘটলে ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মগুলোতে বিভ্রাট দেখা দিতে পারে।
এডব্লিউএস গুগল এবং মাইক্রোসফটের ক্লাউড পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে। তবে বিভ্রাটের বিষয়ে এডব্লিউএস এবং অ্যামাজন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ডাউনডিটেক্টরের মতে, অ্যামাজনের শপিং ওয়েবসাইট, প্রাইমভিডিও এবং অ্যালেক্সা, সবই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই তালিকায় আরো আছে স্ন্যাপচ্যাট জুম, রোব্লক্স, ক্ল্যাশ রয়্যাল, লাইফ৩৬০, ক্ল্যাশ অফ ক্ল্যানস, ফর্টনাইট, ক্যানভা, ওয়ার্ডল, সিগন্যাল, কয়েনবেস, ডুওলিঙ্গো, স্ল্যাক এবং স্মার্টশিটসহ বিভিন্ন অ্যাপ।
সূত্র: রয়টার্স, বিবিসি
ঢাকা/এসবি