ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোস্তাফিজ ইস্যুতে ভারতের সমালোচনায় শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৮, ৫ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজ ইস্যুতে ভারতের সমালোচনায় শশী থারুর

ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা শশী থারুর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতের এই সিদ্ধান্তকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অদূরদর্শী’ বলে মন্তব্য করেছেন। দিল্লি-ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করবে তিনি মনে করেন।

আরো পড়ুন:

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ এবং কিছু সংগঠন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায়। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

এ প্রসঙ্গে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। রাজনৈতিক ব্যর্থতার বোঝা খেলাধুলার ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।” তিনি উল্লেখ করেন, “ভারত ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকায় গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।”

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে থারুর বলেন, ভারত ইতিমধ্যেই সে দেশের অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এমন সংবেদনশীল সময়ে একটি ব্যক্তিগত ক্রিকেট লিগকে রাজনীতির সঙ্গে জড়ানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই তিনি মনে করেন।

থারুর আরো বলেন, “এটি উদ্বেগজনক যে সামাজিক মাধ্যমের ক্ষোভ নীতিনির্ধারণে প্রভাব ফেলছে। কিছু বিষয় এর বাইরে থাকা উচিত।” তার মতে, “আন্তর্জাতিক টানাপোড়েনের সময় খেলাধুলা উত্তেজনা কমানোর মাধ্যম হতে পারে, কিন্তু ভারতের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো খারাপ করেছে।”

গত মাসে আবু ধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল শাহরুখ খান ও জুহি চাওলার মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তাকে দল থেকে বাদ দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক ডাকে এবং পরদিন সিদ্ধান্ত নেয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যাবে না বাংলাদেশ দল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়