ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাতার দূতাবাসে হামলার দায় ইউক্রেনের ঘাড়ে চাপাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:২৮, ১১ জানুয়ারি ২০২৬
কাতার দূতাবাসে হামলার দায় ইউক্রেনের ঘাড়ে চাপাল রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত কাতার দূতাবাসে রুশ বাহিনী হামলা চালিয়েছে- এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মস্কোর দাবি, দূতাবাস ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে। খবর তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।

আরো পড়ুন:

শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “কূটনৈতিক মিশনগুলো কখনোই রুশ সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু ছিল না।”

মস্কো জোর দিয়ে বলেছে, তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো কাতারের কূটনৈতিক মিশনের আশেপাশে ছিল না। রাশিয়ার দাবি, “ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে দূতাবাস ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।” বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, “রাশিয়া কাতার রাষ্ট্রকে একটি অগ্রাধিকারমূলক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে।”

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার ওরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ২০০টিরও বেশি ড্রোন এবং বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো একটি বিশাল হামলার সময় একটি ড্রোন কাতারের দূতাবাসে আঘাত হানে।

জেলেনস্কি এই লক্ষ্যবস্তুটির কূটনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে জানান, কাতার যুদ্ধবন্দীদের মুক্তির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা সতর্ক করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো সীমান্তের কাছে এই ধরনের হামলা ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি ‘গুরুতর হুমকি’।

রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা এর আগে নিশ্চিত করেছিলেন যে, তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে একটি বড় ধরনের অভিযান চালিয়েছে। রাশিয়ার নভগোরোদ অঞ্চলে রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়