ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:০২, ১২ জানুয়ারি ২০২৬
যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

লন্ডনে ইরানি দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনায় তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

ঘটনাটি ঘটে গত শনিবার। সেদিন লন্ডনের কেনসিংটনে ইরানি দূতাবাসের সামনে প্রবাসীদের একটি দল ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে জড়ো হয়েছিলেন। সেসময় এক বিক্ষোভকারী দূতাবাসের দেয়াল বেয়ে উপরে উঠে যান এবং ইরানের পতাকাটি সরিয়ে ফেলেন। এর পরিবর্তে তিনি দূতাবাসের প্রবেশপথের উপরের বারান্দায় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পূর্ববর্তী ইরানের রাজকীয় পতাকা (যাতে সিংহ এবং সূর্যের প্রতীক রয়েছে) প্রদর্শন করেন।

আরো পড়ুন:

বিদেশে অবস্থানরত ইরানিরা বর্তমান ইসলামি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে প্রায়ই এই রাজকীয় পতাকাটি ব্যবহার করে থাকেন। পরবর্তীতে দূতাবাস কর্তৃপক্ষ পুনরায় জাতীয় পতাকা উত্তোলন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দেয়: ‘ইরানের পতাকা সগৌরবে উড়ছে’।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ‘লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা সরিয়ে অবমাননা করার’ দায়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আলী রেজা ইউসেফি ব্রিটিশ কূটনীতিকের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাষ্ট্রদূত হুগো শর্টারকে আনুষ্ঠানিকভাবে ‘তলব’ করার বিষয়টি অস্বীকার করেছে। আইটিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘বৈঠক’ করেছেন। এদিকে লন্ডন পুলিশ জানিয়েছে, ইরানি দূতাবাসের সীমানায় অনধিকার প্রবেশ ও জরুরি সেবা কর্মীর ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর ইরানি মুদ্রার মান ধসে পড়ার পর খাদ্য ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলে তেহরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ বর্তমানে ইরানজুড়ে দাঙ্গা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিয়েছে, এতে কয়েক শ’ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়