ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪৬, ১৭ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ডের প্রশ্নে দেশগুলো যদি আমাদের সঙ্গে না চলে, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। কারণ আমাদের গ্রিনল্যান্ড দরকার, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।” খবর সিএনএনের। 

আরো পড়ুন:

ওই অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর একটি পরিকল্পনায় অন্যান্য দেশকে সহযোগিতায় বাধ্য করতে শুল্ক ব্যবহারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের এই উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, এমন পদক্ষেপ দীর্ঘদিনের ট্রান্স আটলান্টিক সম্পর্ক ভেঙে দিতে পারে। এরই মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকেতে ১৫ সদস্যের একটি শক্তিশালী সামরিক দল পাঠিয়েছে ফ্রান্স।  

এই সপ্তাহে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিনিধিরা ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউজ সফর করেন। তবে বৈঠকগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে ট্রাম্প বারবার শুল্ক আরোপের হুমকিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ইরানের সঙ্গে ব্যবসা করে এমন দেশগুলোর ওপর ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। তবে এসব শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে একাধিকবার জানতে চাওয়া হলেও হোয়াইট হাউজ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে ব্যাপক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা শিগগিরই সীমিত হতে পারে। এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে পারে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তবে আদালতের রায় যাই হোক না কেন, শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্পের হাতে বিকল্প কিছু পথ খোলা থাকবে, যদিও সেগুলো বর্তমান কৌশলের তুলনায় আরো সীমিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ঢাকা/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়