ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: প্রতিবেদন ১৯ মে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৫০, ১ এপ্রিল ২০২১
বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: প্রতিবেদন ১৯ মে

জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনের  জন‌্য ১৯ মে তারিখ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই তারিখ নির্ধারণ করেন। 

আরো পড়ুন:

এই মামলায় আরও দুই আসামি হলেন খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। 

গত বছর ৭ ডিসেম্বর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অভিযোগে এই মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

একইদিন মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। এই মামলারও তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৯ মে ধার্য করেছেন একই আদালত।

/মামুন/এনই/

সর্বশেষ

পাঠকপ্রিয়