ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আরমানিটোলায় আগুন: এক আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৩ মে ২০২১  
আরমানিটোলায় আগুন: এক আসামির জামিন নামঞ্জুর

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

গত ২৭ এপ্রিল মোস্তাফিজুর রহমান এবং মো. মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১ মে তাদের কারাগারে পাঠানো হয়। ওই দিন মোস্তাফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

এদিন মোস্তাফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী প্রদীপ রঞ্জন জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ৬ তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রাণ হারান ৫ জন।  

এ ঘটনায় ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের বিরুদ্ধে বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মামলাটি দায়ের করেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়