ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সিনিয়র সচিব পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৩১ জুলাই ২০২১  
সিনিয়র সচিব পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সিনিয়র সচিব পরিচয়ে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির মামলায় মো. নজরুল ইসলাম নামের এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, নজরুলকে শুক্রবার (৩০ জুলাই) রাতে আশুলিয়া থানাধীন শিমুলতলা দাদা মার্কেট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই নজরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পরিচয় দিয়ে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যানের নাম্বারে ফোন করে টাকা চায়। চেয়ারম্যানের সন্দেহ হল হলে তিনি সচিবের সঙ্গে কথা বলেন। পরে নজরুলকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন তিনি। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।

সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে মো. নজরুল ইসলাম।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়