জঙ্গি ছিনতাই: পাঁচ পুলিশ বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরো পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জিয়া ছিলো মাস্টারমাইন্ড: সিটিটিসি
সোমবার (২১ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি সাংবাদিকদের জানান।
আরো পড়ুন: দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।
আরো পড়ুন: ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
জসিম উদ্দিন বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।’
আরো পড়ুন: ২০ জঙ্গিকে আসামি করে থানায় মামলা
প্রসঙ্গত, গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গনে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আনসারুল্লাহ বাংলাটিমের সাজাপ্রাপ্ত ওই দুই জঙ্গির নাম আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। রাতেই ১০ জঙ্গির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরো পড়ুন: মৃত্যুদপ্রাপ্ত দুই আসামি ছিনতাই: ১০ জঙ্গি ১০ দিনের রিমান্ডে
এদিকে পলাতক দুই জঙ্গিসহ বাকিদের গ্রেপ্তারে গতকাল রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়। জঙ্গিরা যাতে ঢাকার বাইরে না চলে যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ওই দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
ঢাকা/মামুন/ মাসুদ
আরো পড়ুন