ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেরোইনের মামলায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ জানুয়ারি ২০২৪  
হেরোইনের মামলায় আসামির যাবজ্জীবন

হেরোইন জব্দের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার আগে আরিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করেছেন। আরিফ হোসেন মাদারীপুরের শিবচর থানার চর ভদ্রাসনের মৃত আবুল কালামের ছেলে।

২০২২ সালের ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া টিয়া সংঘ ক্লাবের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নাজমুল হুদা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার সাব-ইন্সপেক্টর রোকন উদ্দিন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়