ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লঞ্চ হলো পালসার সিরিজের ২ বাইকের নতুন আপডেট

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১০ জানুয়ারি ২০২৬  
লঞ্চ হলো পালসার সিরিজের ২ বাইকের নতুন আপডেট

বাজাজ পালসার সিরিজের দুটি বাইকের নতুন আপডেট শনিবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এগুলো হচ্ছে-Pulsar N160 এবং N250।

Pulsar N160-তে যুক্ত হয়েছে গোল্ডেন কালার ইউএসডি সাসপেনশন, নতুন ডিজিটাল মিটার। এর ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাইকের ১৬৪ দশমিক ৮২ সিসি ইঞ্জিনটি ৮ হাজার ৭৫০ আরপিএমে ১৫ দশমিক ৭ বিএইচ শক্তি এবং ৬ হাজার ৭৫০ আরপিএমে ১৪ দশমিক ৬৫ এনএম টর্ক প্রদান করে। এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮১ হাজার টাকা। 

আরো পড়ুন:

Pulsar N250-তে যুক্ত হয়েছে ইউএসডি সাসপেনশন, ১৪০ সেকশনের চওড়া চাকা, নতুন ডিজিটাল মিটার এবং তিনটি রাইডিং মোড। ২৪৯ দশমিক শূন্য ৭ সিসির অয়েল-কুল্ড ইঞ্জিনের বাইকটি ৮ হাজার ৭৫০ আরপিএমে দেয় ২৪ দশমিক ৫ পিএস শক্তি এবং ৬ হাজাার ৫০০ আরপিএমে ২১ দশমিক ৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর দাম ৩ লাখ ৬০ হাজার টাকা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়