ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৩০ নভেম্বর ২০২১   আপডেট: ১২:২৬, ৩০ নভেম্বর ২০২১
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত 

হাফ পাস ভাড়ার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছিলেন  শিক্ষার্থীরা (ফাইল ফটো)

গণপরিবহনে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঢাকার বাইরে হাফ ভাড়া নেওয়া হবে না। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।  

তিনি জানান, আগামীকাল (বুধবার) থেকেই হাফ পাস ভাড়া কার্যকর হবে। তবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসে হাফ ভাড়া নেওয়া হবে। দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। ঢাকার বাইরে হাফ ভাড়া নেওয়া হবে না। সপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া নেওয়া হবে না। 

উল্লেখ‌্য,গণপরিবহনে হাফ পাস ভাড়ার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছিলেন  শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। 

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়