রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া ৫ টার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর তুলে দেয়। সেখানে ভবঘুরে প্রকৃতির একজন লোক ঘুমিয়ে ছিলেন। সে চাপা পড়ে মারা যায়। তার বয়স আনুমানিক (৩২) বছর। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে সকাল ৬টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে, সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তার মৃত্যু নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এবং চালক মহসিনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানিয়েছেন, রাত সোয়া একটার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর। দেখে ভবঘুরে প্রকৃতির মনে হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/এসবি/