ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

গণভবনে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০৩, ৫ আগস্ট ২০২৪
গণভবনে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা

গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়েছেন। ছবি: সংগৃহীত

গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বিকেলে ৩টার দিকে তারা গণভনে ঢুকে পড়েন।

সোমবার (৫ আগস্ট) বিবিসির খবরে বলা হয়,  এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে।

আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান জাতির উদ্দেশে ভাষণ দিবেন বলে জানা যাচ্ছে।

সূত্র: বিবিসি

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়