ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৪ ডিসেম্বর ২০২৪  
অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবে অবৈধ বা পলাতক বিদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ এসেছে।

রিয়াদে দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানান, গত নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী পলাতক অবস্থায় রয়েছেন, তারা আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে বৈধ হতে পারবেন। বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদিত পদ্ধতিতে সম্পন্ন হবে। এ জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে।

দূতাবাস থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের এ ব্যাপারে সাহায্যের জন্য বিভিন্ন তথ্যসেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সব প্রবাসীর এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তাদেরকেও দ্রুত এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছে দূতাবাস।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়