ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলশানে ২ ব্যবসায়ীকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই

প্রকাশিত: ১১:৪১, ২২ জানুয়ারি ২০২৫  
গুলশানে ২ ব্যবসায়ীকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই

রাজধানীর গুলশান-২ এ মানি এক্সচেঞ্জের দুই ব্যবসায়ীকে কুপিয়ে বৈদেশিক মুদ্রা ও নগদ ৮০ লাখ টাকাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুলশান-২ ডিসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও মোহাম্মদ আমির হামজা (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহতদের হাসপাতালে নিয়ে আসা কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার ভাইসহ তারা দুজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। রাতে মোটরসাইকেলে তারা বাসায় ফেরার পথে গুলশান ডিসিসি মার্কেটের সামনে অজ্ঞাতনামা ১০-১২ জন ছিনতাইকারী তাদেরকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। 

তিনি আরো জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বলেন, “আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় হবে।”

অপরদিকে রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আব্দুল আজিজ জানান, টিপু মিয়া একজন প্রাইভেটকার চালক। রাত ১২টার দিকে মেরুল বাড্ডা আনন্দ নগর দিয়ে রিকশায় করে বাসায় যাওয়ার পথে ৪-৫ জন ছিনতাইকারী এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তার কাছ থেকে ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, গুলশান থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছে। এছাড়াও বাড্ডায় ছিনতাইকারীর হাতে এক প্রাইভেটকার চালক যুবক গুরুতর আহত হয়ে মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়