ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে সতর্কতা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫  
নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে সতর্কতা

মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে বিভিন্ন চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন নারীরা। সেজন্য সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশন সবাইকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই বাংলাদেশ সরকারের। তবে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেখানে নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়মবহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে চক্রটি।

হাইকমিশন সতর্ক করে বলেছে, এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে।

“মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মীসংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানানো হলো,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়