ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মন্ত্রীর টিকা নেওয়ার ভিডিও এডিট করে প্রচার উদ্দেশ্যপ্রণোদিত’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৩ মার্চ ২০২১   আপডেট: ১৯:২৫, ১৩ মার্চ ২০২১
‘মন্ত্রীর টিকা নেওয়ার ভিডিও এডিট করে প্রচার উদ্দেশ্যপ্রণোদিত’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা নেওয়া বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে প্রচার করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, মন্ত্রী টিকা নেননি বলে যে অপপ্রচার চালানো হচ্ছে- তা স্বাধীনতাবিরোধী কুচক্রি  মহলের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অংশ।  প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনা টিকা গ্রহণ করেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন।  তবে টিকা দেওয়ার কক্ষে  স্থান সংকুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। পরে  ক্যামেরা পারসনরা অনুরোধ করলে, মন্ত্রী টিকা নেওয়ার পর  তাদের ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ দেন।

সুফি আব্দুল্লাহিল মারুফ আরও জানান, ভিডিও সম্পাদন করে এ ধরনের মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
 

আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়