মামুনুল হকের মুক্তি চান কওমি আলেমরা

মাওলানা মামুনুল হক (ফাইল ফটো)
হেফাজতে ইসলামের কর্মসূচিতে নাশকতার মামলায় গ্রেপ্তার সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি চেয়েছেন কওমি আলেমরা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর গুলিস্তানে কাজি বশির উদ্দিন মিলনায়তনে ‘শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম‘ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তারা।
মওলানা আবুল হাসানাত বলেন, ‘শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক যেমন বার বার কারাবরণ করেছেন, তেমনি মামুনুল হককেও বার বার কারাগারে যেতে হচ্ছে। অন্তরে কষ্ট নিয়ে আমরা দিনাতিপাত করছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার যেনও দ্রুত মামুনুল হককে মুক্তি দেন।’
মানিকগঞ্জের পীর হজরত মাওলানা সাঈদ নূর বলেন, ‘মামুনুল হকসহ যারাই জেলে বন্দি আছেন, তাদের মুক্তি দেওয়া হোক।’
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ‘শায়খুল হাদিস বলতে বাংলাদেশে একমাত্র শায়খুল হাদিস আল্লামা আজিজুল হককেই বোঝায়। বর্তমান পরিস্থিতিতে তার মতো মানুষের প্রয়োজন হচ্ছে। আমরা যদি এক হতে পারি, তাহলে কোনো বাধাই আমাদের বাধা হতে পারে না। আসুন আমরা এক হই।’
ইত্তেফাকুল উলামার নেতা হজরত মাওলানা মুহিব্বুল্লাহ বলেন, ‘আমি আজ কিছু কথা ইঙ্গিতে বলতে চাই। আপনারা যারা বুদ্ধিমান ও বুঝের মানুষ আছেন, তারা বুঝবেন। শায়খুল হাদিসের ওপর যে ঝড় এসেছে তা উপেক্ষা করে শায়খুল হাদিস এখন অনেক শক্ত অবস্থানে আছে। শায়খুল হাদিস কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আমরা যারা তার অনুসারী আছি, আমরাও তা করব না।’
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন—বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, জমিয়তে উলামা ইসলামের সভাপতি জিয়া উদ্দিন, খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী, মধুপুরের পীর আব্দুল হামিদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।
নঈমুদ্দীন/রফিক
আরো পড়ুন