ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নোমানী ময়দানে অনুষ্ঠিত ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা ও মাগুরার ছেলে সাকিব স্ত্রী-কন্যাকে নিয়ে বাবা-মার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

আজ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সাকিব আল হাসানসহ জেলার সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম  মাওলানা মুফতি মো: রইস উদ্দিন।

এরপর একে একে শহরের জজ কোর্ট মসজিদ, ভায়না এতিমখানা, পিটিআই, পূর্বপাড়া, পরলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, শিবরামপুর, দরি মাগুরা এতিমখানা, পৌর গোরস্থান মসজিদ, নতুন বাজার দারুল কোরআন মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়। সকাল ৯টায় জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহম্মদপুরের কাশিপুর ঈদগাহে। এখানে ২৫ গ্রামের মানুষ এক সাথে নামাজ আদায় করেন।

 

প্রতিটি জামায়াতে মুসল্লিরা মানব কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কমানায় মোনাজাত করেন।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সাকিব তার স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে মাগুরায় এসেছেন। বর্তমানে শহরের কেশবমোড়ের বাড়িতে অবস্থান করছেন।

এবারের ঈদটা সাকিবের জন্য বিশেষ কিছু। কারণ, এবারই প্রথমবারের মতো নিজের মেয়েকে নিয়ে ঈদ করছেন বাবার বাড়িতে। প্রথমবার দাদার বাড়িতে ঈদ করছে সাকিব-কন্যা।

গত ঈদে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব। তার মাঝেও দুই দিনের জন্য ঢাকায় এসেছিলেন। তবে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাওয়া হয়নি সাকিবের। এ কারণে এবারই প্রথমবারের মতো দাদা-দাদী আর আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে অব্রি।

ঈদের ছুটি শেষেই সাকিব ফিরবেন ঢাকায়। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অনুশীলনে তখন যোগ দেবেন তিনি।

 


রাইজিংবিডি/মাগুরা/ ১৩ সেপ্টেম্বর ২০১৬/আনোয়ার হোসেন শাহীন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়