ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর শততম গোলের দিনে জিতলো জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৩ মে ২০২১  
রোনালদোর শততম গোলের দিনে জিতলো জুভেন্টাস

ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার রাতে সস্যুলোর মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। তবে কোনো অঘটন ঘটেনি। তারা ৩-১ গোলে হারিয়েছে সস্যুলোকে। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো।

সাদা-কালো শিবিরের জয়ে গোল পেয়েছেন জুভেন্টাসের আদ্রিয়েন র‌্যাবিওট, ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালা।

ঘরের মাঠে শুরুতেই পেনাল্টি পেয়েছিল সস্যুলো। কিন্তু জুভেন্টাসের বিদায়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সেই পেনাল্টি ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়।

২৮ মিনিটে জুভেন্টাসের র‌্যাবিওট গোল করে এগিয়ে নেন দলকে। আর ৪৫ মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান হয় ২-০। অবশ্য বিরতি থেকেই ফিরেই ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। এ সময় জিয়াকমো রাসপাদোরি গোল করেন। তবে ৬৬ মিনিটে পাওলো দিবালা গোল করে আবার ব্যবধান বাড়ান। এই গোলের মধ্য দিয়ে দিবালাও জুভেন্টাসের হয়ে শততম গোল পূর্ণ করেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়