ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌম‌্য ইন, মিরাজ আউট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ০৮:৪৩, ১২ অক্টোবর ২০২২
সৌম‌্য ইন, মিরাজ আউট

আগের ম‌্যাচে সাব্বির রহমানকে বাদ দিয়ে নিয়মিত ওপেনার নাজমুল হোসেন শান্তকে একাদশে ফেরানো হয়েছিল। খুব ভালো না করলেও তিনি আস্থার প্রতিদান দিয়েছেন ২৯ বলে ৩৩ রান করে। 

এবার আরেক ওপেনারকেও দলে ফেরালো বাংলাদেশ। মিরাজকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌম‌্য সরকারকে সুযোগ দিয়ে দেখছে টিম ম‌্যানেজমেন্ট। নিউ জিল‌্যান্ডের বিপক্ষে আজকের ম‌্যাচে একাদশে বাঁহাতি ওপেনার। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিলেন সৌম‌্য। 

আরো পড়ুন:

ব‌্যাট হাতে বড্ড বিবর্ণ থাকায় দল থেকে বাদ পড়েন এই বাঁহাতি ব‌্যাটসম‌্যান। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও তার রানখরা কাটেনি। বিপিএলে ভালো করেননি। ঢাকা লিগে অফফর্মের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছিল। রান পাননি ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। মূলত তার জায়গায় জাতীয় দলে যারা খেলছিল তারা ভালো না করায় আবার তাকে ফেরানো হয়েছিল। 

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম‌্যাচ দিয়ে বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনার দিয়ে মাঠে নামা শুরু হয়। মিরাজ ও সাব্বিরকে দিয়ে ইনিংস উদ্বোধন করায় টিম ম‌্যানেজমেন্ট। মিরাজ আস্থার প্রতিদান দিয়ে দুয়েক ম‌্যাচে ভালো করলেও সাব্বির ছিলেন বিবর্ণ। তার বাদ পড়া নিশ্চিত হয়ে যায় ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে রান না করায়। 

মিরাজ শেষ ম‌্যাচে আলো ছড়াতে না পারায় তাকে আপাতত সরিয়ে দিয়েছে দল। ওপেনিংয়ে সুযোগ পাওয়া পাঁচ ম‌্যাচে তার ইনিংসগুলো ছিল ৩৮, ১২, ৪৬, ১০ ও ৫ রানের। পাঁচ ম‌্যাচে রান ১১১। অন‌্যদিকে সাব্বির চার ম‌্যাচে করেছেন মাত্র ৩১ রান। 

সৌম‌্য ও শান্তর দলে ফেরার প্রক্রিয়া মোটেও আদর্শ নয়। ঘরোয়া ক্রিকেটে তারা আহামরি কিছুই করেননি। কিন্তু নিরুপায় হয়ে টিম ম‌্যানেজমেন্ট পুরোনো খেলোয়াড়কে বাজিয়ে দেখছে। তাদের দলে ফেরার প্রক্রিয়া চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সঠিক পথে নেই দেশের ক্রিকেট।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়