ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৫০, ২৮ ডিসেম্বর ২০২২
লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের টপ অর্ডারের ব্যাটসম্যানরা জমিয়ে তুলেছেন করাচি টেস্ট। আগে ব্যাট করে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৩৮ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ৪৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে কিউইরা। লিড নিয়েছে ২ রানের। ক্রিজে আছেন কেন উইলিয়ামসন ১০৫ রানে এবং ইশ সোধি ১ রানে। তারা দুজন আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

টম লাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে বিনা উইকেটে ১৬৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ব্ল্যাক ক্যাপসরা। লাথাম ৭৮ ও কনওয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন।

আরো পড়ুন:

আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ১৮৩ রানের মাথায় নওমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। মাত্র ৮ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি মিস করেন তিনি। ১৪ চারে তার ব্যাট থেকে আসে ৯২ রান।

তবে লাথাম ভুল করেননি। তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি তুলে নেন। অবশ্য ২৩১ রানের মাথায় উইলিয়ামসনের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তিনি। ১০ চারে ১১৩ রানের ইনিংস খেলে যান তিনি।

২৭২ রানের মাথায় হেনরি নিকোলস ফিরেন ২২ রান করে। সেখান থেকে উইলিয়ামসন ও ড্যারিল মিচেল ৬৫ রানের জুটি গড়েন। দলীয় ৩৩৭ রানের মাথায় আবরার আহমেদের দ্বিতীয় শিকার হন ড্যারিল। সেখান থেকে টম ব্লানডেল ও উইলিয়ামসন ৯০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে নিয়ে যান ৪২৭ রান পর্যন্ত। এই রানে মোহাম্মদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ব্লানডেল। ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান তিনি।

দিনের শেষ দিকে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ২০৬ বল খেলে ১১ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। ৪৩৬ রানের মাথায় আবরারের তৃতীয় শিকারে পরিণত হন মিচেল ব্রাসওয়েল। তিনি ৫ রান করেন।

এরপর উইলিয়ামসন ও ইস শোধি মিলে দিন শেষ করে আসেন। উইলিয়ামসন ১০৫ রানে ও সোধি ১ রানে অপরাজিত থাকেন। বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ৩টি ও নওমান আলী ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়