ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন-সমকাল বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
ওয়ালটন-সমকাল বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

ওয়ালটন-সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজের দুই পর্বের ড্র আজ শনিবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৩) দৈনিক সমকালের অফিসে অনুষ্ঠিত হয়। সমকাল উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ পারভেজ ও অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার আরজু হোসেন।

এ ছাড়া সমকালের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স শরিফুল ইসলাম, জিএম মার্কেটিং মো. ফরিদুল ইসলাম, হিসাব বিভাগের এজিএম ইমাম আফজাল খান, জিএম সার্কুলেশন হারুনুর রশিদ, যুগ্ম বার্তা সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, বিশেষ প্রতিনিধি সেকান্দার আলীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় সাংবাদিক ও কর্মকর্তাগণ।


ওয়ালটন-সমকাল বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের পুরস্কার বিজয়ীরা হলেন:
১ম পুরস্কার (রেফ্রিজারেটর-২২০ লিটার): রাশেদুল ইসলাম, স্যার এএফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২য় পুরস্কার (৩২ ইঞ্চি এলইডি টিভি): ইমরান, হাইমচর, চাঁদপুর।

৩য় পুরস্কার (২৪ ইঞ্চি এলইডি টিভি): রাজিব কুমার, কাশিনাথপুর, পাবনা।

৪র্থ পুরস্কার (ক): আনিশা, কামরাঙ্গিরচর, ঢাকা।

৪র্থ পুরস্কার (খ): আফসানুর রহমান, খিলক্ষেত, ঢাকা।

৪র্থ পুরস্কার (গ): রিফাত, নারায়নগঞ্জ।
৫ম পুরস্কার (ক): আবিদা সুলতানা, মনিপুর, মিরপুর।

৫ম পুরস্কার (খ): আল-আমিন, মেঘনা ঘাট।

৫ম পুরস্কার (গ): মোস্তফা, বাগমারা, রাজশাহী।

ওয়ালটন-সমকাল বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের পুরস্কার বিজয়ীরা হলেন:

১ম পুরস্কার (৪৩ ইঞ্চি এলইডি টিভি): রিপা, সিঙ্গাইর, মানিকগঞ্জ।

২য় পুরস্কার (৩২ ইঞ্চি এলইডি টিভি): ডলি আক্তার, চকবাজার, ঢাকা।

৩য় পুরস্কার (২৪ ইঞ্চি এলইডি টিভি): সুমেন চৌধুরী, টাকশাল, গাজীপুর।

৪র্থ পুরস্কার (ক): খোন্দকার এরফান আলী, শ্রীপুর, মাগুরা।

৪র্থ পুরস্কার (খ): সিয়াম, দক্ষিণখান, ঢাকা।

৪র্থ পুরস্কার (গ): মো. শরিফুল ইসলাম, মিরপুর, ঢাকা।

৫ম পুরস্কার (ক): মাইশা, ওয়ারী, ঢাকা।

৫ম পুরস্কার (খ): শাওন, কেরানীগঞ্জ, ঢাকা।

৫ম পুরস্কার (গ): মিনহাজ, মতিঝিল, ঢাকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়