ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলিংহ্যামের প্রথম গোলে ম্যানইউকে হারালো রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৭ জুলাই ২০২৩  
বেলিংহ্যামের প্রথম গোলে ম্যানইউকে হারালো রিয়াল

মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে বৃহস্পতিবার সকালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন নতুন সাইনিং জুদে বেলিংহ্যাম। অপর গোলটি করেছেন নতুন করে রিয়ালে ফেরা জোসেলু। অর্থাৎ দুই ভবিষ্যত কাণ্ডারি জিতিয়েছেন রিয়ালকে।

হাস্টনে এদিন এই ম্যাচ দেখতে ৬৭ হাজার ৮০১ জন দর্শক হাজির হয়েছিলেন। তাদের সামনে ম্যাচের পঞ্চম মিনিটেই বেলিংহ্যাম গোল করে এগিয়ে নেন দলকে। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়ালের হয়ে খোলেন গোলের খাতা। ৪৫ মিনিট খেলেই তিনি যে রিয়ালের যোগ্য উত্তরসূরী সেটা প্রমাণ করে মাঠ ছাড়েন।

আরো পড়ুন:

এরপর বদলি খেলোয়াড় হিসেবে নেমে রিয়ালের যুব দলের হয়ে এক সময় খেলা জোসেলু নিজেকে প্রমাণ করেন। মাথার উপরের বল বাইসাইকেল কিক দিয়ে তিনি জালে জড়ান ৮৯ মিনিটে। তাতে রিয়ালের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

অবশ্য ম্যানইউর ম্যাসন মাউন্ট গোল শোধের সবচেয়ে সেরা সুযোগটা পেয়েছিলেন। কিন্তু গোল আদায় করে নিতে পারেননি।

পরের ম্যাচে রোববার বার্সেলোনার মুখোমুখি রিয়াল। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে ম্যানইউ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়