ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ১০ ওভারে ১০৫, প্রোটিয়াদের চ্যালেঞ্জ ছুঁড়লো নেদারল্যান্ডস 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৫২, ১৭ অক্টোবর ২০২৩
শেষ ১০ ওভারে ১০৫, প্রোটিয়াদের চ্যালেঞ্জ ছুঁড়লো নেদারল্যান্ডস 

১৪০ রানে নেই ৭ উইকেট। ধুঁকছিল তখন নেদারল্যান্ডস। কে জানতো ইনিংস শেষে স্কোরবোর্ডে দেখা যাবে আরও শতরান বেশি! ঠিক তাই হলো। শেষ ১০ ওভারে ঝড় তুলে দক্ষিণ আফ্রিকার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ডাচরা।

ধর্মশালায় মঙ্গলবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৪৩ ওভারে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। শেষ ১০ ওভারে ডাচরা যোগ করে ১০৫ রান! বৃষ্টির বাধায় দুই দলেরই ওভার কমে যায় ৭টি করে।

আরো পড়ুন:

৭ উইকেট যাওয়ার পর এমন রান নেওয়ার ঘটনা ডাচ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার ঘটেছে। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটাই প্রথম। 

ডাচদের এক ইনিংসের ছিল দুই রঙ। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির রান ছিল ৩৩ ওভারে সাত উইকেটে ১৪০। সেখান থেকে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের ঝড়ে রান আড়াইশর কাছাকাছি চলে আসে। মাত্র ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন রোয়েলাফ ভ্যান-আরিয়ান দত্ত। 

অষ্টম উইকেটের জুটিতে রোয়েলাফকে সঙ্গে নিয়ে স্কট যোগ করেন ৩৭ বলে ৬৪ রান। ১৯ বলে ২৯ রান করে রোয়েলাফ ফিরলে ভাঙে এই জুটি। এরপর স্কটের সঙ্গী হন আরিয়ান। দুজনে এবার মাত্র ১৯ বলে ৪১ রান যোগ করেন। তাতে আরিয়ানের অবদান ৯ বলে ২৩ রান! 

এর আগে সর্বোচ্চ ২০ রান করেন তেজা নিদামানুরু। এ ছাড়া সিব্র্যান্ড ১৯ ও ম্যাক্স ১৮ রান করেন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও কাগিসো রাবাদা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়