ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯২ বছর পর এমন লজ্জার রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৩ জানুয়ারি ২০২৪  
৯২ বছর পর এমন লজ্জার রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারাই কিনা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধরাশায়ী হয়ে অলআউট হলো মাত্র ৫৫ রানে। টস জিতে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মধ্যাহ্ন বিরতির আগেই তারা অলআউট হয়ে যায়। গড়ে লজ্জার রেকর্ড।

অবশ্য ১৮৮৯ থেকে ১৯৩২ সালের মধ্যে তারা সাতবার সর্বনিম্ন রানে অলআউট হয়েছিল। ইনিংসগুলো ছিল ৩০ (১৮৯৬ ইংল্যান্ড), ৩০ (১৯২৪ ইংল্যান্ড), ৩৫ (১৮৯৯ ইংল্যান্ড), ৩৬ (১৯৩২ অস্ট্রেলিয়া), ৪৩ (১৮৮৯ ইংল্যান্ড), ৪৫ (১৯৩২ অস্ট্রেলিয়া) ও ৪৭ (১৮৮৯)।

আরো পড়ুন:

তারা দ্বিতীয়বার টেস্টে ক্রিকেটে ফেরার পর অর্থাৎ ১৯৩২ সালের পর গেল ৯২ বছরে কখনো এতো অল্পরানে আউট হয়নি। ১৯৩২ সালে সবশেষ তারা ৪৫ রানে অলআউট হয়েছিল। ৯২ বছর পর আজ ভারতের বিপক্ষে তারা ৫৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবলো। যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৫ সালে তারা নাগপুরে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছিল। এবার তারা আরও একবার ভারতের বিপক্ষে সর্বনিম্ন দলীয় রানে আউট হলো।

প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে কাইল ভেরেনি ১ চারে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ২ চারে করেন ১২ রান। বাকি ৯ ব্যাটসম্যানের রান ছিল ২,৪,২,৩,০,৩,৫,৪ ও ০।

বল হাতে মোহাম্মদ সিরাজ আগুন ঝরান। তিনি ৯ ওভার বল করে ৩ মেডেনসহ ১৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৮ ওভারে ১ মেডেনসহ ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মুকেশ কুমার ২.২ ওভার বল করে কোনো রান না দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়