ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ডি ভিলিয়ার্সের চেয়ে সূর্যকুমার ‘বেটার ভার্সন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৩৮, ১২ এপ্রিল ২০২৪
ডি ভিলিয়ার্সের চেয়ে সূর্যকুমার ‘বেটার ভার্সন’

তুলনা এর আগেও করা হয়েছিল দুজনের। এবি ডি ভিলিয়ার্স ও সূর্যকুমার যাদব। তবে ওই তুলনার পর এবি ডিভিরিয়ার্সকেই সবাই এগিয়ে রাখতেন। কিন্তু ভারতের সাবেক স্পিনার হরভাজন সিং মনে করছেন, ডি ভিলিয়ার্স থেকে সূর্যকুমার অনেক এগিয়ে। তার ভাষ্য মতো, সূর্যকুমার ‘বেটার ভার্সন।’ 

বৃহস্পতিবার চোট কাটিয়ে মাঠে ফিরে নিজের খেল দেখান সূর্যকুমার যাদব। বিধ্বংসী এক ইনিংস খেলে ২২ গজে নিজের প্রত্যাবর্তন রাঙান মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যান। মাত্র ১৯ বলে ৫২ রান করেন সূর্যকুমার। যেখানে চার ছিল ৫টি। ছক্কা ৪টি। ২৭৩.৬৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে মুগ্ধতা ছড়ান। ম্যাচ জেতানো ইনিংসের পর ডি ভিলিয়ার্সের সঙ্গে তার তুলনা করেন হরভাজন। 

‘সূর্যকুমারকে এবার ভিন্ন লাগছে। ও জ্বলে উঠলে কেউ বাঁচতে পারে না। আমরা সবাই এবি ডি ভিলিয়ার্সকে দেখেছি; অবিশ্বাস্য খেলোয়াড়! কিন্তু যখন আমি এই লোকটিকে দেখি, আমার মনে হয় সে এবি ডি ভিলিয়ার্সের একটি ‘বেটার ভার্সন।’ এই দলের জন্য সে অনেক ম্যাচ জিতিয়েছে যা অন্য কেউ পারেনি।’

বলে রাখা ভালো, এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০ এবং ১৫০ রানের মালিক। টি-টোয়েন্টি ক্রিকেটও তার নখদর্পনে। তার ২২ গজে পর্দাপন মানেই বিধ্বংসী ইনিংসে ম্যাচের চিত্রনাট্য বদলে খেলা। বছরের পর বছর সেই কাজটাই তিনি করে গেছেন। 

সাবেক অফস্পিনার আরো যোগ করেন, ‘আমি কখনই কাউকে সূর্যকুমারের মতো আধিপত্য করতে দেখিনি। অবিশ্বাস্য। আপনি তাকে কোথায় বল করবেন? আমি খুব খুশি যে আমি এখন ক্রিকেট খেলছি না। এই বয়সে, আপনি এই লোকটিকে কোথায় বল করবো?’

‘তার কাছে প্রতিটি বলের উত্তর আছে। সেটা ওয়াইড ইয়র্কার হোক বা বাউন্সার। ও সুইপ খেলতে পারে। পুল পারে। আপারকাটও। আমি না সে আর কী খেলতে পারে। অন্যরকম একজন খেলোয়াড়।’ – যোগ করেন হারভাজন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়