ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাইনালে নিষেধাজ্ঞা শঙ্কায় আর্জেন্টিনার দুই ফুটবলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৯ জুলাই ২০২৪   আপডেট: ১২:২৯, ৯ জুলাই ২০২৪
ফাইনালে নিষেধাজ্ঞা শঙ্কায় আর্জেন্টিনার দুই ফুটবলার

আগামীকাল বুধবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বড় কোনো অঘটন না ঘটলে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল খেলবে সেটা অনুমেয়। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার দুইজন খেলোয়াড়কে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। সেই দুইজন হলেন- নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

তাদের দুজনেরই একটি করে হলুদ কার্ড রয়েছে। কানাডার বিপক্ষের ম্যাচে তারা যদি আর একটি করে হলুদ কার্ড দেখেন তাহলে কোপার ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না।

আরো পড়ুন:

ইকুয়েডরের বিপক্ষের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা দুজন হলুদ কার্ড দেখেছিলেন। যে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। আর টাইব্রেকারে আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৪-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসিলেস্তরা।

বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার সেমিফাইনাল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়