ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাথুরুসিংহেকে নিয়ে কী ইঙ্গিত দিলেন ফারুক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪১, ২১ আগস্ট ২০২৪
হাথুরুসিংহেকে নিয়ে কী ইঙ্গিত দিলেন ফারুক

চন্ডিকা হাথুরুসিংহেকে না রাখা নিয়ে আগে থেকেই সরব ছিলেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের অবস্থানে অটল। সরাসরি বাদ দেওয়ার বিষয়ে না বললেও তাকে যে রাখবেন না সেটিও বুঝিয়ে দিয়েছেন নানাভাবে। 

পরিচালকদের ভোটে বুধবার (২১ আগস্ট) বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফারুক। বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। অবধারিতভাবে উঠে আসে হাথুরুসিংহের প্রসঙ্গ। আগের অবস্থান থেকে না সরার কথা জানিয়ে ফারুক জানান চুক্তিপত্র দেখার কথা। 

আরো পড়ুন:

‘চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কি, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কিভাবে কি করা দরকার, তাঁর চেয়ে ভালো কাউকে পাই কি না বা কাছাকাছি যারা ভালো করতে পারবে…এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি।’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে ২০২৩ সালে দায়িত্ব নেন হাথুরুসিংহে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ আছে তার। এর আগে বাদ দিতে হলে বিসিবিকে মাসিক বেতনসহ দিতে হবে ক্ষতিপূরণ। টাকার অঙ্কে সেটি অনেকও। প্রেসিডেন্ট হওয়ার আগে এটি করতে রাজি বলেও ইঙ্গিত দিয়েছিলেন ফারুক।

কোচের পরিবর্তন আসলে কী হবে সেটা নিয়ে ফারুকের মন্তব্য, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজন শর্ট লিস্ট থাকে। আসতে পারবে নাকি পারবে না, এটা দেখতে হবে।’ 

দেশি কোচ নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট, ‘স্থানীয় কোচ আমার মনে হয় খুব ভালো আছে। আমি একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়