ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টির ‘গোলকধাঁধায়’ আটকা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:২১, ৭ ডিসেম্বর ২০২৪
টি-টোয়েন্টির ‘গোলকধাঁধায়’ আটকা বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে বড় স্কোর তাড়া করতে গিয়ে জবাবটাও দিলেন পাল্টা আক্রমণে। অথচ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সব ওলটপালট। ওয়ানডেতে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত হলেও টি-টোয়েন্টিতে ‘গোলকধাঁধায়’ আটকা বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের সামগ্রিক চিত্র এবং পারফরম্যান্স সেই কথাই বলছে। আয়ারল্যান্ডের কাছে এক ম্যাচ আগেই তিন ম্যাচের সিরিজ হাতছাড়া হয়েছে। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে জয় পায় আয়ারল্যান্ড। সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আনন্দে মেতে উঠে আইরিশ নারীরা। 

আরো পড়ুন:

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ৫ উইকেটে ১৩৪ রান করে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৭.১ ওভারে। সবকটি উইকেট হারিয়ে ৮৭ রানে অলআউট বাংলাদেশ। আগের ম্যাচে মাত্র ১২ রানে ম্যাচ হারলেও প্রাপ্তির ছিল অনেক কিছু। লক্ষ্য তাড়ায় ১৫৭ রান তুলেছিল। অথচ একদিনের ব্যবধানে ব্যাটিং একেবারেই ছন্নছাড়া। 

বাংলাদেশের অধিনায়ক ম্যাচের ফলের থেকে প্রক্রিয়া অনুসরণ ও ধারাবাহিকতায় জোর দেন। অথচ এই ম্যাচে ব্যাটিংয়ের করুণ দশা রীতিমতো ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চারে নামা শারমিন আক্তার কেবল লড়াই করেছেন। ৪৩ বলে করেন ৩৮ রান। এছাড়া স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা স্রেফ এসেছেন আর ফিরেছেন। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি আট ব্যাটসম্যান। পরাজয়টা তাই লেখা হয়ে যায় অতি সহজেই। 

বল হাতে আইরিশদের সেরা ছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। ৩.১ ওভারে ১৩ রানে তার শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন অ্যারলিন কেলি ও লউরা ডেনালি। 

এর আগে আয়ারল্যান্ডের শুরুটা ছিল ভালো। অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টার ৩৪ রান যোগ করেন। ১৪ রানের ব্যবধানে দুই ওপেনার সাজঘরে ফিরলেও তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। ওরলা প্রেন্ডারগাস্ট ও লিয়া পল দলকে টেনে নেন ৭৫ রান পর্যন্ত। 

লিয়া পলের ব্যাট থেকে ১৬ রান এলেও ওরলা দ্যুতি ছড়িয়ে যান। তাকে চতুর্থ উইকেটে সঙ্গ দেন লাউরা ডেনালি। প্রতি আক্রমণে গিয়ে দুজন রান তোলার গতি বাড়ান। অবশ্য বাংলাদেশের বোলাররাও ছিলেন হিসেবি। তারাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তাতে আইরিশদের ১৩৪ রানে বেঁধে রাখতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেনালি। ২৫ বলে ৪ চারে সাজান ইনিংসটি। ওরলা সমান বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। 

বাংলাদেশের বোলারদের হয়ে নাহিদা আক্তার ২ উইকেট নিয়ে ছিলেন সেরা। এজন্য ২০ রান খরচ করেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা, জান্নাতুল ও ফাহিমা। 

সিরিজের তৃতীয় ম্যাচ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হবে একই মাঠে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার হাতছানি আয়ারল্যান্ডের। ওয়ানডের প্রতিশোধ টি-টোয়েন্টি দিয়ে নিতে পারবে অতিথিরা?

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়