ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ জনের লিভারপুলকে রক্ষা করলেন জোটা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৪
১০ জনের লিভারপুলকে রক্ষা করলেন জোটা

চোটের সঙ্গে লড়াই করেছেন দীর্ঘ সময়। মাঠে নামলেন প্রায় দুইমাস পর। আর নেমেই দলের ত্রাতা রূপে হাজির হলেন দিয়েগো জোটা। পিছিয়ে পড়া লিভারপুলের সামনে উকি দিচ্ছিল পরাজয়। জোটা নামার সাত মিনিটের মধ্যেই গোল করে ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলের সমতা টেনে দলকে এনে দিলেন এক পয়েন্ট।

শনিবার (১৪ ডিসেম্বর) ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতে ফুলহ্যামকে এগিয়ে নেন আন্দ্রেয়াস পেরেইরা। এরপর অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে দলকে সমতা এনে দেন কোডি হাকপো। এরপর আবারো ফুলহ্যামকে এগিয়ে নেন রদ্রিগো মুনিস। শেষদিকে গোল করে দলকে রক্ষা করেন জোটা।

আরো পড়ুন:

ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। অ্যান্টোনি রবিনসনের ক্রসে ভলিতে জাল খুঁজে নেন পেরেইরা। এরপর সপ্তদশ মিনিটে হ্যারি উইলসনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রবার্টসন। তাতে লিভারপুল পরিণত হয় ১০ জনের দলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর চমৎকার গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর ৭৬তম মিনিটে ফের ফুলহ্যামকে এগিয়ে নেন বদলি নামা রদ্রিগো মুনিস। দলের হার যখন চোখ রাঙাচ্ছে, তখন ৭৯তম মিনিটে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে তুলে জোটাকে নামান লিভারপুল কোচ।

৮৬তম মিনিটেই জোটার বাজিমাত। দারউইন নুনেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকি সময়ে কিছু না হওয়ায় সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রতে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। আর্সেনাল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার সিটি।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়