ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন নিপীড়ন মামলায় খালাস পেলেন আলভেস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৮ মার্চ ২০২৫  
যৌন নিপীড়ন মামলায় খালাস পেলেন আলভেস

বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় দানি আলভেস যৌন নিপীড়ন মামলায় চার বছর ছয় মাসের কারাদণ্ড পেয়েছিলেন। কিন্তু আজ শুক্রবার স্পেনের একটি আদালত সেটি বাতিল করেছে।

২০২২ সালের ডিসেম্বরে একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সে কারণে তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। তবে তিন দিনের শুনানিতে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার আদালত জানায়, আলভেসের নির্দোষ থাকার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এখনও। তবে আদালত উল্লেখ করেছে যে মামলায় ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ রয়েছে। ফলে তার ভ্রমণ নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে, যা তাকে স্পেন ছাড়ার অনুমতি দিচ্ছে। তবে এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়েছে।

আরো পড়ুন:

৪১ বছর বয়সী আলভেস ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন। আপিলের অপেক্ষায় থাকা অবস্থায় তিনি ১০ লাখ ইউরো (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিয়ে জামিনে মুক্ত হন এবং তার পাসপোর্ট জমা দেন। প্রসিকিউটররা তাকে জামিন না দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন, কারণ তার পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল।  

দানি আলভেস ব্রাজিলকে দুটি কোপা আমেরিকা শিরোপা ও একটি অলিম্পিক স্বর্ণপদক জিততে সাহায্য করেছিলেন। তিনি ২০২২ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলেন।

তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেন, যেখানে ক্লাবকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও বার্সেলোনায় ফিরে আসেন এবং বছরের শেষের দিকে নাইটক্লাব কাণ্ডে জড়িয়ে জেল খেটেছেন এবং এখন পর্যন্ত আদালতে ঘুরছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়