ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিয়ালে এবার ‘১০’ নম্বরে এমবাপ্পে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৭ মে ২০২৫   আপডেট: ২০:২৩, ২৭ মে ২০২৫
রিয়ালে এবার ‘১০’ নম্বরে এমবাপ্পে!

রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের অন্যতম প্রতীক ১০ নম্বর জার্সি। সেই জার্সিই এবার কাঁধে তুলে নিচ্ছেন আধুনিক ফুটবলের বিস্ফোরক প্রতিভা কিলিয়ান এমবাপ্পে।

২০২৪ সালের গ্রীষ্মে প্যারিস ছাড়ার পর বার্নাব্যুতে পা রাখেন ফরাসি এই ফরোয়ার্ড। করিম বেনজেমার বিদায়ের পর তার ৯ নম্বর জার্সিতে রিয়াল ক্যারিয়ার শুরু করলেও নতুন মৌসুমে এক ঐতিহাসিক বাঁক নিচ্ছেন এমবাপ্পে। তিনি পরবেন ১০ নম্বর জার্সি, যা এতদিন ধরে অলংকৃত করে আসছিলেন লুকা মদরিচ।

আরো পড়ুন:

এক যুগের বেশি সময় ধরে রিয়ালের মধ্যমাঠ শাসন করেছেন মদরিচ। তার বিদায়ে ফাঁকা হওয়া এই জার্সির দায়িত্ব নিতে যাচ্ছেন গোলমেশিন এমবাপ্পে। যিনি গত মৌসুমে ৪৩ গোল করে জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ লা লিগার সর্বোচ্চ গোলদাতার সম্মান।

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি কেবল একটি সংখ্যা নয়; এটি ফিগো, সিডর্ফ, ওজিল, লাউড্রুপ ও মদরিচের মতো কিংবদন্তিদের ছোঁয়া পাওয়া এক গর্বের প্রতীক। এল চিরিনগুইতো রিপোর্ট করেছে, এই মর্যাদাপূর্ণ নম্বরটি এমবাপ্পেকে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

যদিও রিয়ালে আসার শুরুটা চ্যালেঞ্জিং ছিল এমবাপ্পের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ছায়া অতিক্রম করে গেছেন তিনি। তবে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া বড় কোনো টুর্নামেন্ট জিততে না পারার হতাশাও ছিল। তাই ২০২৫-২৬ মৌসুমে নতুন নম্বরের সঙ্গে নতুন রূপে, আরও পরিণত এক এমবাপ্পেকে দেখার অপেক্ষায় মাদ্রিদিস্তারা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়