স্মিথের প্রত্যাবর্তনে বৃষ্টির হানা, পয়েন্ট হারিয়েও প্লে’অফে রিশাদরা
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) স্টিভেন স্মিথের বহুল প্রতীক্ষিত বিগ ব্যাশ লিগ (বিবিএল) প্রত্যাবর্তনটা স্মরণীয় হওয়ার আগেই থামিয়ে দিল বৃষ্টি। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে নায়কোচিত ইনিংসের পুনরাবৃত্তি করার সুযোগই আর পেলেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। শেষ পর্যন্ত পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেন্সকে। আর তাতে এবারের আসরের প্লে’অফ নিশ্চিত হয়েছে হোবার্টের।
স্থানীয় সময় রবিবার দুপুরে হারিকেন্সের বিপক্ষে সিক্সার্সের হয়ে ওপেন করতে নেমে স্মিথ ব্যাট করতে পারেন পাঁচ ওভার। এর মধ্যেই অবশ্য ঝলক দেখিয়েছেন তিনি। একটি দৃষ্টিনন্দন পুল শটে ছক্কা ও স্কয়ার লেগ দিয়ে মারেন চমৎকার একটি চার। ১৫ রানে থাকা অবস্থায় একবার জীবনও পান স্মিথ। টেস্ট সতীর্থ বেউ ওয়েবস্টারের বলে আকাশে তুললেও বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন মিচেল ওউইন।
তবে আনন্দের সেই মুহূর্ত বেশি স্থায়ী হয়নি। একটু পরই হঠাৎ বৃষ্টি নামলে মাঠ ঢেকে ফেলা হয় কভারে। দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৪টা ২২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ শেষ হওয়ার সময় টস হেরে ব্যাট করতে নামা সিক্সার্সের স্কোর ছিল বিনা উইকেটে ৩২ রান। স্মিথ ১৬ বলে ১৯ রান ও বাবর আজম ১৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন। গত সপ্তাহেই এসসিজিতে টেস্ট সেঞ্চুরি করা স্মিথ এবারের বিবিএলের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন।
এই ম্যাচে ফল না আসায় কিছুটা হতাশ হোবার্ট হারিকেন্স। বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও, সিক্সার্সকে হারাতে পারলে লিগ পর্বে প্রথম স্থানের পথে বড় একটা ধাপ এগিয়ে যেত। কিন্তু একটি মাত্র পয়েন্ট পাওয়ায় শীর্ষস্থান ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ ম্যাচে ব্রিসবেন হিটের কাছে হারলে এবং মেলবোর্ন স্টারস তাদের বাকি দুই ম্যাচ জিতলে, শীর্ষস্থান হারাতে পারে হারিকেন্স।
অন্যদিকে, টেবিলের চতুর্থ স্থানে থাকা সিডনি সিক্সার্স এখনো ফাইনালের দৌড়ে টিকে আছে। শুক্রবার রাতে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে দলে ফিরছেন মিচেল স্টার্ক। ২০১৪ সালের পর এটিই হবে তার প্রথম বিবিএল ম্যাচ।
উল্লেখ্য, শনিবার সিডনিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। অথচ পরদিনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় দর্শকদের টিকিটের অর্থ ফেরত দিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। কারণ ম্যাচটি ছয় ওভারের ন্যূনতম সীমাও পূরণ করতে পারেনি।
ঢাকা/আমিনুল