ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়নতারার বাড়িতে শাহরুখ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
নয়নতারার বাড়িতে শাহরুখ (ভিডিও)

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। ‘জওয়ান’ সিনেমার জন্য এই দুই তারকাকে এক করেছেন পরিচালক অ্যাটলি। এবার নয়নতারার বাড়িতে গিয়ে হাজির হলেন শাহরুখ খান।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পাঠান’ সিনেমার সাফল্য উদযাপন করছেন শাহরুখ খান। এরই মাঝে সহশিল্পী নয়নতারার চেন্নাইয়ের বাসায় হাজির হয়েছিলেন শাহরুখ। এসময় নয়নতারা ও তার স্বামী-সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। শাহরুখের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি ও তার আশেপাশে ভিড় করেন উৎসুক জনতা। বিদায়বেলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন শাহরুখ। এ মুহূর্তের বেশ কিছু ভিডি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

আরো পড়ুন:

‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অ্যাটলি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে নয়নতারার।

সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন— বিজয় সেতুপাতি, যোগী বাবু, সানায়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। আগামী ২ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়