ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মাইদুগুরি শহরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। হামলাকারী তিনজনই নারী। রোববার এ হামলা চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে মাইদুগুরির একটি ছোট রেস্তোঁরার কাছে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিট পর দুই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নাইজেরিয়ায় অবশ্য সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এ ধরণের হামলা চালিয়ে থাকে। ২০০৯ সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে বোকো হারামের সংঘর্ষে এ পর্যন্ত ২০ হাজার লোক নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৬ লাখ লোক।




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়