ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সোমালিয়ায় ৬ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমালিয়ায় ৬ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক রিকশাচালকসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রত্যক্ষদর্শী ও আইনপ্রণেতা জানিয়েছেন।

এর জের ধরে বিক্ষোভকারীরা পুলিশের প্রতি পাথর নিক্ষেপ করেছে এবং রাস্তায় চাকায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে।

আইনপ্রণেতা মাহাদ সালাদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘তারা (নিরাপত্তা বাহিনী) দুজনকে হত্যা করে এবং বিক্ষোভের পর আমরা জানতে পারি পুলিশ আরো তিনজনকে হত্যা করেছে।’

রিকশাচালক আদেন মোহাম্মদ জানান, তার বন্ধুকে গুলি করে হত্যার পর বিক্ষোভ শুরু হয়।

তিনি বলেন, ‘আমার বন্ধু ও তার চাচা যখন রিকশা চালিয়ে যাচ্ছিল পুলিশ তখন ইচ্ছাকৃতভাবে তাদের গুলি করে হত্যা করে।’

এর জের ধরে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদে জোর করে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের প্রতি গুলি ছোড়ে বলে জানান আদেন।




রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়