ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ভেসে এল আইলানের লাশ (ভিডিও)

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেসে এল আইলানের লাশ (ভিডিও)

তুরস্ক উপকূলে ভেসে আসা আইলানের লাশ

আন্তর্জাতিক ডেস্ক : বয়স তার মোটে তিন। নাম আইলান কুর্দি। পরনে লাল টিশার্ট আর নীল হাফ প্যান্ট। সিরিয়ার কোবানি শহর থেকে বাবা-মা আর বড়ভাইয়ের সঙ্গে ছোট্ট একটি নৌকায় করে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল গ্রিস। তবে তীরে আর ভেড়া হয়নি আইলানের।তার মৃতদেহটি ভেসে এসেছে তুরস্কের বোদরাম উপদ্বীপে। আর বড় ভাই গালিপের মৃতদেহ পাওয়া গেছে আরেকটু দূরে। বুধবার তাদের মৃতদেহ উদ্ধার করেছে তুর্কি পুলিশ।

 

গ্রিসে যাওয়ার জন্য দুটি নৌকায় করে ২৩ জন অভিবাসী সিরিয়া থেকে রওনা হয়েছিল। বুধবার নৌকা দুটি ডুবে গেলে পাঁচ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।ওই নৌকার একটিতে ছিল আইলান।

 

পশ্চিমা গণমাধ্যমগুলোতে বুধবার মর্মান্তিক এই ছবিটি প্রকাশের পর অভিবাসী ইস্যুতে ইউরোপী ইউনিয়নের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

 

শিশুবিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থ্যা সেভ দ্যা চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফোরসিথ বলেন, সিরিয়া থেকে পালাতে গিয়ে মারা যাওয়া শিশুর ছবিটি মর্মান্তিক। শিশুদের দুর্দশার বিষয়টি সবার মনে রাখা উচিত।  অভিবাসী সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে একত্রিত হতে এবং একটি পরিকল্পনায় সম্মত হতে বাধ্য করা উচিত।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/রাসেল পারভেজ/সাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়