ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

মোবারকের দুই ছেলেকে মুক্তির নির্দেশ

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১২ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবারকের দুই ছেলেকে মুক্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের  সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের দুই ছেলে আলা ও গামাল মোবারককে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার একটি মামলার পুর্নবিচার শেষে এ নির্দেশ দেওয়া হয়।

 

২০১১ সালে প্রচণ্ড বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মোবারক। পরবর্তীতে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্টের সরকারি ভবন সংস্কারে অর্থ নয়-ছয় করার অভিযোগে গ্রেফতার করা হয় মোবারকের দুই ছেলেকেও। গত জানুয়ারিতে তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত। তবে মে মাসে আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে পুর্নবিচারে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই  মামলায় পরে আপিল করেছিলেন আমাল ও গামালের আইনজীবীরা।

 

রায়ে আদালত বলেছে, তিন বছর কারাগারে থাকায় মামলার যে শাস্তি তা ইতিমধ্যে ভোগ করেছেন আলা ও গামাল। তাই তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

 

তবে এরপরও আলা ও গামালের বিরুদ্ধে অবৈধ বাণিজ্য ও অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।

 

সূত্র : রয়টার্স

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৫/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়