ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাগরে ডুবে ৭০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগরে ডুবে ৭০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের ইতালি উপকূলে তিনটি নৌকাডুবির ঘটনায় সাত শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে রোববার এ তথ্য জানানো হয়েছে। 

 

ইউএনএইচসিআর জানিয়েছে, গত কয়েক দিনে এ তিনটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সংস্থাটির ইউরোপবিষয়ক মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার জানিয়েছেন, ভূমধ্যসাগরে এ সপ্তাহে একের পর এক দুর্ঘটনা ঘটেছে।

 

স্পিন্ডলার বলেন, ‘প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার। এ নিয়ে বিশ্বজুড়ে খবর প্রকাশিত হয়। ওই দিন ছয় শতাধিক লোক নিয়ে নৌকা ডুবে যায়, যাদের মধ্যে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।’

 

‘দ্বিতীয় দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার এবং তৃতীয়টি ঘটে শুক্রবার। এ তিন ঘটনায় মোট সাত শতাধিক লোক নিখোঁজ রয়েছে। আমরা আশঙ্কা করছি, সাগরে ডুবে গেছে।’

 

‘এই মুহূর্তে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কিছু নৌকা লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছে এবং কিছু উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।’

 

স্পিন্ডার বলেছেন, ‘এ মুহূর্তে জোর দিতে হবে ছোট নৌকা নিয়ে লোকজন যেন সাগরে না ভাসে। কিন্তু লোকজনকে এ থেকে বিরত রাখা খুবই কঠিন। আমাদের অভিমত হলো- চরম বিপদগ্রস্ত শরণার্থীদের ইউরোপে প্রবেশের জন্য এ পথের চেয়ে বিকল্প বৈধ পথ দেখানো যেতে পারে। যে কারণে এসব লোক বিপৎসংকুল পথে নামছে, তা হলো- তাদের কাছে কোনো বিকল্প নেই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়