ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৯ জানুয়ারি ২০২২  
নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন

সাইপ্রাসে পাওয়া গেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের নাম মিলিয়ে নতুনটির নাম দেওয়া হয়েছে ‘ডেল্টাক্রন’।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক লিয়ডিয়স কস্ট্রিকিস জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ডেল্টাক্রনের মধ্যে। এখনও পর্যন্ত ২৫ জনের শরীরে ডেল্টাক্রনের লক্ষণ দেখা গেছে। হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের মধ্যে এটি বেশি ছড়াচ্ছে। জীবাণুটির নমুনা  জিনগত উপাত্তের উন্মুক্ত তথ্যভাণ্ডার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএইড) এর কাছে পাঠানো হয়েছে। সেখানে এর জিনম সিকোয়েন্স করা হবে।

ভ্যারিয়েন্টটির নাম ডেল্টাক্রন দেওয়া হলেও, সরকারিভাবে এখনও এই নামটি স্বীকৃত নয়। এর আগে গত মাসে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে আরেকটি ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের খবর জানানো হয়েছিল। ডেল্টা ও ওমিক্রন মিশিয়ে এর নাম দেওয়া হয়েছিল ‘ডেলমিক্রন’। পরে এ সম্পর্কে বিশদ আর কিছুই জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়