ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রায়হান হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:২২, ২০ অক্টোবর ২০২০
রায়হান হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনার সুষ্টু বিচার হবে, এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবেনা বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের (৩৪) পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি। নগরীর আখালিয়ায় মন্ত্রী নিহত রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এসময় তিনি রায়হান হত্যার ন্যায়বিচারের আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘যখনই রায়হানের দুঃখজনক হত্যার কাহিনী শুনেছি, আমি তখনই সবার সঙ্গে (স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, সরকার) আলোচনা করেছি। সবাই একবাক্যে বলেছেন, এর সুষ্টু বিচার হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রায়হানের কেইস ফাইল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গ্রহণ করেছে, মামলা না নেওয়ার জন্য কোন ধরনের অপচেষ্টাই করেনি। কারণ এটি সরকারের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। কেইসও নস্ট করতে পারেনি, কেইস উত্তম অবস্থায় আছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এ ঘটনার সুষ্টু বিচার চান।’

এসআই আকবরের পালিয়ে যাওয়া প্রসঙ্গে ড. একে আবদুল মোমেন বলেন, ‘এ ঘটনায় একজন ছাড়া সবাই কাস্টডিতে আছে। একজন পালিয়ে গেছে। কেইস কেইসের নিয়মে চলবে। এখান সবাই একসঙ্গে কাজ করছে পলাতককে ধরতে। আমার বিশ্বাস পলাতক আকবর দ্রুতই ধরা পড়বে। সে এখনও দেশের বাইরে যেতে পারেনি। তবে বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। যেভাবে এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিলো।’

মন্ত্রী বলেন, ‘এই ব্যাপারে কারও সন্দেহ থাকা উচিত নয়। সব পুলিশ এনগেইজড তাকে ধরার জন্য। কিন্তু বাংলাদেশের কোথায় আনাচে কানাচে লুকিয়ে আছে, আল্লাহই জানেন। আপনারা যদি কোথাও তার খবর পান, তাহলে পুলিশে খবর দিন, পুলিশ তাকে ধরবে। যেখানেই তাকে পাওয়া যাবে ধরা হবে।’

এই ঘটনা নিয়ে কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই ইস্যু নিয়ে হরতাল করা ঠিক নয়। এই কোভিটের সময় এসব করা ঠিক না। ভিড়ের মধ্যে এসব করলে অসুবিধা হবে। কোন কোন লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের প্রশ্রয় দিবেন না। সরকার এ ব্যাপারে এক পায়ে দাঁড়িয়ে, সুষ্টু বিচার হবে। বাংলাদেশে এসবের সুষ্টু বিচার হচ্ছে। বিচার অবশ্যই হবে।’

তিনি রায়হান হত্যাকে খুবই দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘ইয়াংম্যান রায়হান মারা গেছেন। দুঃখজনকভাবে মারা গেছে। আমরা সবাই এ কারণে দুঃখিত। এ ধরনের বাজে কাজ আর কখনও যাতে সিলেটে না হয় এজন্য প্রার্থনা করি।’

এর আগে মন্ত্রী রায়হানের মা সালমা বেগমের সঙ্গে কথা বলেন। সেসময় তিনি রায়হানের শিশু কন‌্যার জন‌্য নগদ দুই লাখ টাকা উপহার হিসেবে প্রদান করেন।

এদিকে বেলা ২টার দিকে মন্ত্রী সদ্য প্রয়াত সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করতে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে যান। এসময় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন।

 পরে মন্ত্রী বিকেলে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নোমান/সাজেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়