ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রায়হান হত্যা: এএসআই আশেকে এলাহী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫২, ২৯ অক্টোবর ২০২০
রায়হান হত্যা: এএসআই আশেকে এলাহী গ্রেপ্তার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় আরও এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার পুলিশের সহকারী উপদর্শক (এএসআই) আশেকে এলাহী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। এ ঘটনার পর গত ১৩ অক্টোবর সাময়িক বরখাস্তকৃত চারজনের মধ্যে তিনিও রয়েছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি বলেন, ‘বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।’ 
এর আগে গত ২৪ অক্টোবর এ মামলায় সাময়িক বরখাস্ত হারুনুর রশীদ ও ২০ অক্টোবর কনস্টেবল টুটুল চন্দ্র দাসকে গ্রেপ্তার করে পিবিআই।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রায়হান আহমেদ নামের এক যুবককে আটক করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। 

এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

সিলেট/নোমান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়