ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ১১:২০, ২৬ অক্টোবর ২০২২
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ভোরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরো পড়ুন:

নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০, এফ/৩৪ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নাম না জানা দুর্বৃত্তরা সিআইসি কার্যালয়ের সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এসময়
গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে। 

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়