ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন: পলক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৩০ ডিসেম্বর ২০২২  
শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির কারণে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন। এই সংকট থেকে উত্তরণ শুধু মাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) নাটোরের সিংড়া উপজেলায় ১১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করে, সব প্রতিশ্রুতি পালন করে। আওয়ামী লীগ সরকারে আসীন হয়ে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে আমরা স্মার্ট দেশ গড়বো।’

অনুষ্ঠানে মূল বক্তার বক্তব্যে চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই আমরা।’

এছাড়া সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়