ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রলারে ভেসে আসা ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২৫ এপ্রিল ২০২৩   আপডেট: ২১:৩৫, ২৫ এপ্রিল ২০২৩
ট্রলারে ভেসে আসা ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

কক্সবাজারের নাজিরারটেকে ভেসে আসা  ট্রলারের অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এর আগে নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইলের বাসিন্দা বাইট্টা কামাল ও করিম সিকদার।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, ১০ মরদেহের মধ্যে ছয় জনের পরিচয় সনাক্ত করা গেছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চার জনের একাধিক দাবিদার থাকায় আমরা ডিএনএ টেস্ট করার উদ্যোগ নিয়েছি। এ ঘটনায় নিহত শামসুল আলমের স্ত্রীর রোকেয়া আত্মার বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা  প্রাথমিকভাবে এ ঘটনার সাথে সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।

 

তারেকুর রহমান/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়